√ সিলেটে বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশন - JCPSCAA
Powered by Blogger.

Thursday, July 28, 2022

সিলেটে বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশন

 

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র – ছাত্রীদের সংগঠন জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশন ২০১৭ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে কমিউনিটি সেবার অধীনে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেটের অন্যতম বন্যাদুর্গত কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ শতাধিক বিভিন্ন বয়সের রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী চিকিৎসা সেবা কর্মসূচীতে চিকিৎসক দলে ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন ব্যাচ থেকে পাশ করা প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

ক্যাম্প শেষে এসোসিয়েশন এর চিকিৎসক দলের পক্ষ থেকে বলা হয় বন্যা পরবর্তী সময়ে চর্ম রোগ, ডায়রিয়া, ঠান্ডা জনিত সর্দি-কাশি, শ্বাসকষ্ট এবং কান পাকা রোগের প্রাদুর্ভাব বেশী দেখা যাচ্ছে। আকষ্মিক বন্যায় বিপর্যস্ত এলাকায় অসহায় বানভাসিদের ত্রাণের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় মেডিসিন দরকার এবং এই ধারণা থেকে এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।